এই প্যাকের বহুমুখী উপকারীতা রয়েছে
১- রোদে পোড়া ভাব কমায়
২- ব্রনের বিশেষ জীবাণু ধ্বংস করে
৩- শংখ গুড়ার মেইন কাজ স্কিনের দাগ হালকা করে।
৪- স্কিন সফট আর উজ্জ্বল করে।
৫- অয়েল কনট্রোল করার জন্য মুলতানি আর শংখ গুড়ায় সংমিশ্রণ এর প্যাক খুব উপকারী
রুপচর্চায় শঙ্খ গুঁড়ার ব্যবহার
অন্যান্য প্রসাধনীর মতো স্কিন বা ত্বকের ধরন ভেদে শঙ্খ গুঁড়ার ব্যবহার আলাদা। স্কিনের পাশাপাশি চুলের যত্নেও এই পাউডার ব্যবহার করা হয়। এটি মূলত আপনার ত্বকের ব্রন দূর করতে, চর্মরোগ দূর করতে সাহায্য করে।
১) র্যাস ও অ্যালারজি দূর করতে
আমাদের মধ্যে স্কিনে র্যাস ওঠা, অ্যালার্জি একটি কমন ব্যাপার। অনেকের মাঝেই এই সমস্যা দেখা যায়। আপনার মধ্যেও যদি এই একই ধরনের সমস্যা থেকে থাকে তবে একটি শঙ্খ নিয়ে ভালোভাবে পরিষ্কার করুন। এ পর্যায়ে এটি পরিষ্কার ঠাণ্ডা পানি দিয়ে ভরে রেখে দিনে। সারা রাত এভাবে রেখে সকাল বেলা আপনার ত্বকে আস্তে আস্তে ম্যাসাজ করুন। নিয়মিত করলে অল্প দিনের মধ্যে চর্মরোগ, অ্যালার্জি ও র্যাস জনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
২) ত্বকের উজ্জলতা বাড়াতে
ত্বকের উজ্জলতা বাড়াতেও এটি বেশ ভালো কাজ করে। আপনারা ইতিমধ্যে মুলতানি মাটি সম্পর্কে জেনে থাকবেন রূপচর্চায় মুলতানি মাটির বহুল ব্যবহার রয়েছে। গোসলের আগে সমপরিমান শঙ্খ পাউডার ও মুলতানি মাটি নিয়ে মুখে লাগিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করুন। নিয়মিত ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যায়। পাশাপাশি এটি রিঙ্কেল দূর করতেও বেশ ভালো কাজ করে।
৩) ডার্ক সার্কেল দূর করতে
ডার্ক সার্কেল দূর করার উপায় নিয়ে ইতিমধ্যে আমরা একটি বিস্তারিত আর্টিকেল পাবলিশ করেছি। যাহক ডার্ক সার্কেল দূর করতেও এটি ভালো কাজ করে। চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে শঙ্খের গুঁড়ার সাথে পরিমানমতো গোলাপ জল মেশান এবং চোখের নিচে লাগান। তবে এক কাজটি খুব সাবধানে করতে হবে। যেন চোখের মধে চলে না যায়। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে মুখ মুছে ফেলুন।
৪) ব্রণ দূর করতে
ব্রণ দূর করার উপায় নিয়েও আমারা ইতিমধ্যে একটি বিশাল আর্টিকেল শেয়ার করেছি। যাহোক আপনার মুখে ব্রণ থাকলে শঙ্খ হতে পারে একটি ভালো সমাধান। ব্রণ দূর করতে যে সকল ফেস প্যাক ব্যবহার করেন তার সাথে এক চিমটি শঙ্খ পাউডার মিলিয়ে নিলে স্কিনে থাকা ব্রণের কালো দাগ খুব সহজেই দূর হয়ে যায়।
৫) চুলের যত্নে
আমাদের অনেকেরি চুলের রং ফ্যাঁকাসে হয়ে যাওয়ার সমস্যা রয়েছে। অনেক শ্যাম্পু ও তেল ব্যবহারের পরে প্রতিকার পাওয়া যায় না। আপনার সাথেও যদি এমনটা হয়ে থাকে তবে আপনি এই পদ্ধতিটি অনুসরন করতে পারেন। একটি পরিষ্কার শঙ্খের শোলে পরিষ্কার ঠাণ্ডা পানি ভরে রাখুন। এভাবে সারা রাত রেখে দিন। পরের দিনে এই পানি সাথে এক টেবিল চামচ পরিমা গোলাপ জল মেশান। এর পর এই মিশ্রণ দিয়ে চুল ধুয়ে ফেলুন।
৬) অন্যান্য
ছাড়াও সানটান ও শ্যামলা ত্বকে উজ্জলতা আনতে আধা চামচ মুলতানি মাটি ও এক চিমটি পরিমান হলুদের গুঁড়া, ১/২ চামচ লেবুর রস ও এক চিমটি পরিমান শঙ্খ গুঁড়া ভালোভাবে মিশিয়ে পেস্টের মতো বানিয়ে স্কিনে লাগাতে পারেন।
সারা শরীরে লাগানোর জন্য
১ কাপ শঙ্খগুঁড়ার সঙ্গে ১ কাপ মসুরের ডালের বেসন, ১টি ডিম ও লেবুর রস মিশিয়ে সারা শরীরে লাগিয়ে রাখতে হবে মিনিট দশেক। তারপর ছোট রুমাল বা টাওয়েল ভিজিয়ে ঘষে ঘষে তুলে ফেলতে হবে। সপ্তাহে ১ দিন প্যাকটি লাগালেই যথেষ্ট। এই প্যাক লাগালে সাবান দেওয়ার দরকার হবে না। গলা, ঘাড়সহ শরীরের যেসব স্থানে কালচে ভাব হয়েছে সেটি তুলে ফেলবে নিয়মিত ব্যবহারে।
রোদ থেকে বাঁচতে
সমান পরিমাণ শঙ্খের গুঁড়া, কেওলিন পাউডার ও মুলতানি মাটির গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিন। বাইরে যাওয়ার সময় নিয়মিত ব্যবহারে রোদে পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচা যায়।
ত্বকের যত্নের শঙ্খ গুঁড়া ব্যবহারের সাবধানতা
এতো সব উপকারের পাশাপাশি আপনাকে কিছু সাবধানতাও অবলম্বন করতে হবে। কেননা মনে রাখতে হবে এটি এক প্রকার শামুকের গুঁড়া। তাই জোরে ম্যাসাজ করলে আপনার ত্বকের উপকারিতার বদলে সর্বনাশ হয়ে যেতে পারে। যা আপনার স্কিনের জ্বালা পোড়ার কারন হয়ে দাড়াতে পারে।
Reviews
There are no reviews yet.