হেনার কথা তো আমরা সবাই শুনেছি। হেনা প্যাক সুন্দর ঝকঝকে চুলের জন্য খুব উপকারী। হেনার অনেক গুণ আছে। এটা চুলকে নরম করে, চকচকে করে!! এটি একটি হেয়ার ফুড এটি চুল ঘন,মজবুত করবে, হেনা কিন্তু আপনার চুলকে খুব সুন্দরভাবে কন্ডিশনিং তো করেই, তাছাড়া চুল পড়া, খুশকি, রাফনেস ইত্যাদির হাত থেকে বাঁচিয়ে আপনার চুলকে নরম আর সুন্দর করে তোলে।
এই হেনা প্যাক বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়। আমি নিচে কয়েকটি নিয়ম দিচ্ছি , আপনার সুবিধা অনুযায়ী যেকোন ভাবে ব্যবহার করতে পারবেন
১. হেনা, ডিম আর দইয়ের হেয়ার প্যাক
চুলকে যদি এই শীতেও গ্লসি আর শাইনি করে তুলতে চান, তাহলে এই হেয়ার প্যাকটা কিন্তু আপনার জন্যে মাস্ট। এর ডিপ প্রোটিন ফর্মুলা আপনার চুলকে খুব সুন্দরভাবে কন্ডিশনিং করে ও চুলে দরকারি পুষ্টির যোগান দেয়।
উপকরণ
২ চামচ হেনা পাওডার, ১ চামচ শিকাকাই পাওডার, ১ চামচ দই, ১ টা ডিম।
পদ্ধতিএকটা বাটিতে জল দিয়ে হেনা আর শিকাকাইয়ের পেস্ট বানিয়ে নিন। এবার সারারাত ওটা রেখে দিন। পরের দিন ডিম আর দই নিয়ে ওতে ভালো করে মেশান। এবার চুলের গোড়া থেকে পুরো লেংথে ভালো করে মেখে নিন। ১ ঘণ্টা মতো রেখে হালকা শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন করে করে দেখুন, দারুণ লাভ হবে।
২/হেনা আর মুলতানি মাটির হেয়ার প্যাক
আপনার চুল যদি অয়েলি হয়, আর চুল পড়ার সমস্যা থাকে, তাহলে এই হেয়ার প্যাক আপনার জন্যে বেস্ট।
উপকরণ
২ চামচ হেনা, ২ চামচ মুলতানি মাটি।
পদ্ধতি
মুলতানি মাটি আর হেনার পাওডার একটা বাটিতে নিয়ে জল দিয়ে স্মুদ একটা পেস্ট বানিয়ে নিন। এরপর ব্রাশ দিয়ে আপনার চুলের সব জায়গায় ইভেনলি লাগিয়ে মাথায় শাওয়ার ক্যাপ আটকে শুয়ে পড়ুন।
পরদিন সকালে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিন। দেখবেন আপনার অয়েলি স্ক্যাল্পের জ্বালা এই একটা ওয়াশেই ভ্যানিশ! আর চুল পড়াও কত কম। সপ্তাহে একদিন করুন।
৩/হেনা আর আমলার হেয়ার প্যাক
আমলকী চুলের জন্য এমনিতেই ভালো। আর এতে থাকা মেথি আপনার চুলের বৃদ্ধিতে সাহায্য করে। আর চুল পড়ার সমস্যাকে কমায়।
উপকরণ
১ কাপ আমলা পাওডার, ৩ চামচ হেনা পাওডার, ২ চামচ মেথি গুঁড়ো, ১ টা ডিমের সাদা অংশ, ১ টা লেবু।
পদ্ধতি
হেনা, আমলা আর মেথি গুঁড়োর একটা স্মুদ পেস্ট তৈরি করে নিন। এবার ওতে ডিম আর পাতিলেবু মিশিয়ে এক ঘণ্টা মতো রেখে দিন, তারপর ব্রাশ দিয়ে স্ক্যাল্পে আর চুলে ভালো করে লাগান।
৪৫ মিনিট মতো রেখে শ্যাম্পু দিয়ে মাথা ভালো করে ধুয়ে নিন। অন্তত একমাস নিয়ম করে সপ্তাহে একদিন করে করুন।
৪/ হেনা আর জবাফুলের পাতার হেয়ার প্যাক
জবাফুল তো চুল গজাতে ব্যবহার করেই এসেছেন। কিন্তু জানেন কি, আপনার মাথার খুশকি তাড়াতে আর চুলকে সিল্কি বানাতে জবাফুলের পাতা দারুণ উপকারী?
উপকরণ
হেনার গুঁড়ো ৩ চামচ, জবাফুলের পাতা ৬-৭ টি, পাতিলেবু ১ টি।
পদ্ধতি
হেনা আর জবাফুলের পাতা একসাথে মিক্সিতে বেটে স্মুদ পেস্ট করে নিন। এবার ওতে ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন। এবার এই প্যাকটি মাথায় স্ক্যাল্পে আর চুলে ভালো করে লাগান।
২০-২৫ মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন। সপ্তাহে একদিন করে করুন, দেখবেন এই শীতে আপনার সব খুশকি ভ্যানিশ!
৫/প্রথমে চায়ের লিকার করে চা পাতা ছেঁকে নিয়ে লিকার আলাদা করে নেবে। এর পর পরিমাণমতো হেনা পাউডার নিয়ে চায়ের লিকার দিয়ে একটা পেস্ট তৈরি করবে, খেয়াল রাখবে যেন বেশি পাতলা না হয়। এবার ডিম মিশিয়ে একটা প্যাক তৈরি করে নেবে। এই প্যাক স্কাল্পে ও পুরো চুলে ভাল করে লাগিয়ে এক থেকে ২ ঘণ্টা রেখে পানি দিয়ে ভাল করে ধুয়ে নেবেন। এরপর শ্যাম্পু করে চুলের লেংথে কন্ডিশনার লাগিয়ে পাঁচ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে নেবেন।।
৬/হেনা আর কফির হেয়ার প্যাক
হেনা আর কফির এই হেয়ার প্যাক কিন্তু আপনার চুলে ন্যাচারালি রঙ করতে সাহায্য করে।
উপকরণ
৫ চামচ হেনা, ১ চামচ কফি, ১ কাপ জল।
পদ্ধতি
জলের মধ্যে কফির পাওডার ফুটিয়ে নিন। এরপর কফি গরম থাকা অবস্থাতেই ওতে হেনার পাওডার মেশান। দেখবেন ওতে যেন কোনো লাম্প না থাকে। এবার আপনার মাথার স্ক্যাল্পে আর চুলে ভালো করে মাখিয়ে ঘণ্টা চারেক রেখে ধুয়ে ফেলুন।
মাসে একবার করলে দেখবেন আপনার চুলে হালকা ব্রাউনিশ একটা ভাব এসেছে।
অনেকেই চুলে ৪-৫ ঘণ্টা হেনা লাগিয়ে রাখেন। এর ফলে চুলের টেক্সচার নষ্ট হয়ে চুল শুকিয়ে যেতে পারে। যদি ডিপ কন্ডিশনিং-র জন্য হেনা লাগান তাহলে ৪৫ মিনিট রাখুন।
Reviews
There are no reviews yet.